আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনষ্ঠিত

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার সু নামধন্য আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষা কারিকলাম ২০২১ বাস্তবায়নে অপপ্রচার রোধ কল্পে শিক্ষার্থী ও জন সচেতনাতার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামের পরিচালনায় উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা মাধ্যমিক রোস্তম আলী হেলালী। সমাবেশে আরো বক্তব্য দেন পাবনা জেলা বিদ্যালয় পরিদর্শক মোকলেছুর রহমান, সহকারি বিদ্যালয় পরিদর্শক মিনাজুল হক, আর আতাইকুলা ইউনিয়ন চেয়ারম্যান মিরাজুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ রশিদ, খ ম আক্তারুজ্জামান, আশরাফুল আলম, শিক্ষার্থী অভিভাবক আসমাউল হুসনা, আলাউদ্দিন, আঃ শুকুর আলী প্রমুখ। অভিভাবক সমাপবেশে বক্তারা বলেন, নতুন শিক্ষা কারিকলাম ২০২১ বাস্তবায়নে অপপ্রচার না করে শিক্ষার্থীদের নতুন করে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। স্মার্ট দেশ, স্মাট নাগরিক ও শিক্ষার্থীদের স্মার্ট হয়ে গড়ে উঠতে হবে। কোন গুজবে কান না দিয়ে বক্তারা অভিভাবকদের সচেতনাতার সাথে এগিয়ে নিতে আহবান জানান।