// লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে চন্দনা খালে জোর পূর্বক মাছ শিকার করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৩ টার দিকে উপজেলার রামপাড়া চন্দনা খালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায় সুলতান আলী উপজেলার জোতরামনাথ মৌজার ৫০নং দাগের ৭.১৬ একক জমির একটি পুকুর রামপাড়া মৎস্য সমবায় সমিতির নামে লিজ নিয়ে ৩ বছর যাবত মাছ চাষ করে আসছিলেন। কিন্তু বুধবার বিকেল ৩ টার দিকে ওই খালে দুর্বৃত্তরা জোরপূর্বক জাল দিয়ে মাছ ধরে নিয়ে যায়। এ সময় ওই খালের নিরাপত্তা প্রহরী আজিজুল হক তাদেরকে খালে জাল দিয়ে মাছ শিকারে বাধা প্রদান করলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করেন।
বাদী সুলতান আলী জানান, আমি দীর্ঘদিন ধরে মৎস্য সমবায় সমিতির সভাপতি দায়িত্ব পালন করে আসছি। বিষয়টি জানার পর লালপুর থানায় ৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছি।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জল হোসেন জানান অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।