// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৬০ তম শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ৯টায় উপজেলা চত্ত্বরে শেখ রাসেলের প্রতিক্রতিতে পুস্পস্তবক অপর্ণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা সভাকক্ষে শেখ রাসেলের জীবনী তুলে ধরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিওি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দিবসটির উদ্ধেধনী অনুষ্ঠান প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মনিরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: ফজলে রাব্বি, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর, মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আমিরুল ইসলাম, অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান প্রমুখ।