// কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ;টাঙ্গাইলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা পাঁচ দফা দাবিতে মঙ্গলবার(১০ অক্টোবর) থেকে তিন দিনব্যাপী কর্মবিরতি শুরু করেছেন।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঘোষিত কর্মসূচির প্রথম দিবসে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ জেলার অন্যান্য সরকারি কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করেন।
এ উপলক্ষে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে ইউনিট প্রধান অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ খান প্রমুখ।
প্রকাশ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পাঁচ দফা দাবিতে ১০, ১১ ও ১২ অক্টোবর সর্বাত্মক কর্মবিরতি পালন করার কর্মসূচি ঘোষণা করে।