// নাটোর প্রতিনিধি
আন্তক্যাডার বৈষম্য নিরসন, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নতিকরণ ও প্রয়োজনীয় পদ সৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সকল ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বাত্বক কর্মবিরতি পালন করেছেন গুরুদাসপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের শিক্ষকরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত ওই কর্মসূচি পালন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. এমরামুল হক, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রশিদ ও কোষাধ্যক্ষ প্রভাষক জহুরুল হক সরকার। দাবী আদায়ের লক্ষ্যে ১১ ও ১২ অক্টোবর একইভাবে কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।