// ওসমান গনি বেড়া পাবনা
পাবনার বেড়া উপজেলায় প্রবল বর্ষণে গ্রামিণ যাতায়াতের রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ছে হাজারো মানুষ। জানা যায় , উপজেলার হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কুন্ডু পাড়া নামক গ্রামে বৃষ্টির পানি আটকে যাতায়াতের দুটি কাঁচা রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ওই গ্রাম এলাকায় প্রায় এক হাজার মানুষ পড়েছেন চরম বিপাকে। পেচাকোলা কুন্ডু পাড়া গ্রামের ভুক্তভোগী সনদ দাস কুমার , কমল কুন্ড , বৌদ্ধনাথ কুন্ড , মানিক লাল কুন্ডু সহ অনেকেই বলেন ,গত বৃহস্পতিবার সারা দিনরাত ও শুক্রবার ভোরে প্রবল বর্ষণে তাদের গ্রামে যাতায়াতের দুটি রাস্তা ডুবে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় রাস্তার উপর দেড় দুই ফুট করে পানি জমে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং ওই এলাকার বিশ পঁচিশটি বসত বাড়ি- ঘরে বৃষ্টির পানি উঠে পড়ে। এ কারণে গ্রামে যাতায়াতে চরম দুর্ভোগে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষের। হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান , আর কয়েক দিন পর আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু হবে। এ পূজা শুরু হওয়ার আগে যদি জলাবদ্ধতা নিরসন না হয় তাহলে তাদের গ্রামে দুর্গা পূজা উদযাপন করা খুবই কঠিন হয়ে পড়বে। স্থানীয় ইউপি সদস্য সিল্টু শেখ জলাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, কুন্ডু পাড়া গ্রামের রাস্তায় পানি জমে মানুষের খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই এলাকার খাল, ডোবা, নালা, পুকুর মানুষেরা বালু ফেলে ভরাট করায় পানি বের হওয়ার কোনো পথ না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হাটুরিয়া- নাকালিয়া ইউপি চেয়ারম্যান মো,আব্দুল হামিদ সরকার জানান, কুন্ডু পাড়া এমনিতেই নিচু এলাকা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এবং অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি আরো জানান ওই গ্রামে ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিছুদিন আগেও রাস্তায় মাটির কাজ করা হয়েছে। আগামীতে রাস্তা আরও উঁচু করণ করার পরিকল্পনা রয়েছে। তবে আসন্ন দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সরেজমিনে ঘুরে জলাবদ্ধতা নিরসনে জরুরি কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না দেখব।