অম্লত্ব প্রতিরোধের মাধ্যমে ফলন বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় কৃষক প্রশিক্ষণ

// সঞ্জু রায়, বগুড়াঃ
বগুড়ায় রবিবার দিনব্যাপী শহরের ফাঁপোড়ে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনা ও জমিতে সুষম সার প্রয়োগের মাধ্যমে ফলন বৃদ্ধির লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এসআরডিআই বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম।
প্রশিক্ষণে বক্তারা বলেন, মাত্রাতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলে দিন দিন জমির উর্বরতা কমে অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে। যেহেতু সময়ের বিবর্তনে জমির পরিমাণ কমছে তাই অল্প জমিতে কিভাবে ফলন বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে সকলকে এখন থেকেই সচেতন হতে হবে। শুধু তাই নয় জমির অম্লত্ব দূরীকরণে ডলোচুন ব্যবহারের পরামর্শ দেন বক্তারা। এছাড়াও জমিতে জৈব সার ব্যবহার বৃদ্ধির পাশাপাশি সুষম মাত্রায় সার ব্যবহারের চর্চা করতে হবে। আর এটি বাস্তবায়ন করতে হলে অবশ্যই মাটি পরীক্ষা জরুরী যে কাজে সার্বিক সহযোগিতা করবে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। দেশের স্বার্থে এবং বাংলাদেশের সোনার মাটির উর্বরতা ধরে রাখতে প্রশিক্ষণে কৃষকদের করনীয় সকল দিক বর্ণনা করেন বক্তারা। এসময় প্রশিক্ষণে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বগুড়ার বৈজ্ঞানিক কর্মকর্তা যথাক্রমে তৌফিকা তাহেরী ও মোর্শেদা খাতুন, মাটির ডাক্তার গোলাম রব্বানী মানিক প্রমুখ। দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।