// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আলু, পেয়াজ অতিরিক্ত দামে বিক্রি ও মুল্য তালিকা না থাকার অপরাধে আদমদীঘির হাটবাজারের পাঁচ ব্যবসায়ীর ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, শনিবার বিকেলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার আদমদীঘি সদর হাট ও বাজারে ভ্রাম্যমান অভিযান চালান। অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করার অপরাধে আলু ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ২ হাজার, রুহুল আমিনের ২ হাজার ও জালাল উদ্দিনের ১ হাজারসহ মোট ৫ হাজার টাকা, ঁেপয়াজ ব্যবসায়ী মমতাজুর রহমানের ২ হাজার টাকা এবং দোকানে দ্রব্য মূল্য তালিকা টাঙ্গানো না থাকার অপরাধে কাঁচা মাল ব্যবসায়ী কছিম উদ্দিনের ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।