মৌলভীবাজারে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে আহত-৫

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ঘয়গড় (থানা বাজার) গ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের রড, লাঠি সোটা ও ইট পাটকেল এর এলোপাতারি আঘাতে ৫জন হয়েছেন গত ২২ সেপ্টেম্বর। আহতদের মধ্যে কানন মিয়া (৩০), সফর মিয়া (৪৫), হামিদা বেগম (২৫), রেজু আহমদ (১৮), পরিমালা বেগম (৩৫) মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছেন। এ ঘটনায় একই এলাকার মকবুল মিয়া (৪৫), নুর আলম (২৫), আনহার মিয়া (৬৫), কাশিম মিয়া (২০), মুজিব মিয়া (৫০), আল আমিন (২৫), ইয়ামিন মিয়া (১৬), মুন্না মিয়া (২১), মশুদ আহমদ (৪৫), মৌরশ মিয়া (৪০), জাহেদ মুন্সি (২৫), রিনা বেগম (৪২), নাদিয়া বেগম (৪৫), টিপু মিয়া (১৫), জাকারিয়া আহমদ (২৪)গংদের বিবাদী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত কানন মিয়া, সফর মিয়াসহ একাধিক লোকজন জানান- প্রতিপক্ষ উচ্চ পদের সরকারী চাকুরীজিবি ও প্রভাবশালী থাকার কারণে তাদেরকে হয়রানী ও নির্যাতন করা হচ্ছে। পূর্ব বিরোধের জের হিসাবে বসত বাড়ীর লেট্রিন তৈরীর কাজে বাধা সৃষ্টি করে ও অতর্কিতভাবে হামলা চালানো হয়।