নির্বাচন কমিশনারের দায়িত্ব পেলেন এএফএম শোয়ায়েব

// আজিম উল্যাহ হানিফ :
কুমিল্লার নাঙ্গলকোটের ৩২৯টি গ্রামে জন্ম নেয়া ও বসবাস করা লেখক-সাংবাদিকদের সংগঠন ‘নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন’র ২০২৩-২৫ সেশনের কমিটি গঠন করার জন্য প্রথমবারের মত নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাপ্তাহিক সময়ের দর্পণ সম্পাদক এএফএম শোয়ায়েব। ২৩ সেপ্টেম্বর শনিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পান। জানা গেছে, সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই প্রথম নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন কমিশনারকে সহযোগিতা করবেন সংগঠনের আহবায়ক মো: তাজুল ইসলাম, সদস্য সচিব আফজাল হোসেন মিয়াজীর নেতৃত্বাধীন আহবায়ক কমিটি। সংগঠনের নতুন সেশনের কমিটিতে সভাপতি পদে আলোচনায় আছেন সাবেক সভাপতি ৬ জন ( ফারুক শাহরিয়ার, অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, কবি এস এম আবুল বাশার, মো: তাজুল ইসলাম, শফিকুর রহমান রেজা, মোহাম্মদ সোহরাব হোসেন) ছাড়াও মাস্টার শাহ আলম কালাম, মাওলানা নিজাম উদ্দিন মজুমদার, এইচ এম আজিজুল হক, আজিম উল্যাহ হানিফ। সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন- আফজাল হোসেন মিয়াজী, ইসমাইল হোসেন রতন, মাইন উদ্দিন মানিক, আশিক উল্যাহ সুমন, রাশেদুল ইসলাম রাসেল, শাখাওয়াত হোসেন, মুকুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক পদে এ কে এম মারুফ হোসেন, গিয়াস উদ্দিন ফারুকী,আলাউদ্দিন মজুমদার, আবদুর রহিম বাবলু, রবিউল হোসেন রাজু, শাহাদাত হোসেন, এডভোকেট ওমর ফারুক আল নিজামী, এস এইচ রুবেল, রোমানা আফরোজ রুবি, অধ্যক্ষ নুরুন্নবী রহমানী, এম আখতার মুকুল প্রমুখ। উল্লেখ্য যে,নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন ২০০৯ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সদস্য মোট ১৭জন। ১৪ অক্টোবর শনিবার বিকেলে নাঙ্গলকোট বাজার এনসিসি ব্যাংকের নীচতলায় নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এবার ভোট প্রদান করবেন প্রায় দেড় শতাধিক ভোটার। নির্বাচন কমিশনারের সাথে আহবায়ক কমিটি, সংগঠনের উপদেষ্টা প্যানেল ৩০ সেপ্টেম্বর শনিবার, ৭ সেপ্টেম্বর শনিবার বসবে।