অনুমোদনহীন এনার্জি ড্রিংক্স প্রস্তুত করায় নিয়ম ফুড প্রোডাক্টকে জরিমানা

// আব্দুল জব্বার , পাবনা: পাবনায় নোংরা পরিবেশে ফুড প্রস্তুত, বিএসটিআই অনুমোদনহীন ড্রিংক্স এবং এনার্জি ড্রিংক্স প্রস্তুত করায় নিয়ম ফুড প্রোডাক্ট কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

গতকাল পাবনা শহরের শালগাড়ীয়ায় নিয়ম ফুড প্রোডাক্ট কোম্পানীতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি। 

এরপর শালগাড়িয়া শাপলা প্লাসটিক এলাকায় মডেল হাসপাতাল ফার্মেসীকে স্যালাইন সর্ম্পকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা, বেশী পরিমান স্যালাইন মজুত করণ ও মেয়াদ উত্তীর্ন স্যালাইন রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপর রাধানগর এলাকায় বেশী দামে আলু বিক্রি করায় সেলিম নামের এক ব্যবসায়ীতে ১ হাজার টাকা জরিমানা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রাণ কোম্পানীর কর্মকর্তা ইশানুর রহমান সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।