চাটমোহরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

// চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ৫০ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর সরকারী আর সিএন এন্ড বিএস এন পাইলট উচ্চবিদ্যালয় খেলার মাঠে বিকেল চারটায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় চারটি দল অংশ গ্রহণ করে। বালিকা দলের খেলায় হরিপুর বালিকা বিদ্যালয় নিমাইচড়া বালিকা বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে। বালক দলের খেলায় রামচন্দ্রপুর আলিম মাদরাসা ২-০ গোলে ডিবিগ্রাম ইউনিয়ন উচ্চবিদ্যালয়কে পরাজিত করে।
খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী। খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম। এসময় চাটমোহর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সুপারেনটেনডেন্ট সাইদুল ইসলাম, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।