আগৈলঝাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা

// অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
আদালতসুত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের মৃত নিরাঞ্জন হালদারের ছেলে লিটন হালদার দীর্ঘদিন ধরে দু’টি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে তার ঘের থেকে বালু উত্তোলন করে আসছিল। অবৈধভাবে বালু উত্তোলন করায় গতকাল দুপুরে সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ইমামা বানিন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। এসময় বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত লিটন হালদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন থানার এসআই শহিদুল ইসলাম, ভূমি অফিসের পেশকার সোহেল আমিন প্রমুখ।