// মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার আলোচিত সাংবাদিক আব্দুল বাছিত খান-কে হত্যা চেষ্টা মামলার ৩নং সাক্ষীকে হত্যার হুমকি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আসামী আখলিছ মিয়া এর বিরুদ্ধে। এ ঘটনায় গত ২২ আগষ্ট উক্ত ভুক্তভোগী সাংবাদিক হত্যা চেষ্টা মামলার সাক্ষী মো: খুরশেদ মিয়া মৌলভীবাজার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়- গত ১৯ আগষ্ট রাত সাডে ১০ ঘটিকায় দেওড়াছড়া চাবাগানের চানপুর এলাকায় সাংবাদিককে হত্যা চেষ্টা মামলার ১নং আসামী কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের তাহির মিয়া‘র পুত্র আকলিছ মিয়া (৪০) গংরা তাকে গতিরোধ করে। সাংবাদিককে হত্যা চেষ্টা (থানার মামলা নং-০৭, তারিখ: ১৫/০৮/২২ ইং মোতাবেক জি/আর ১২৫/২০২২ ইং (কমল) মামলার অভিযোগ পত্রের খুরশেদ মিয়া ৩নং সাক্ষী এবং আখলিছ মিয়া ১নং আসামী হওয়াতে উক্ত মামলায় সাক্ষ্য প্রদান না করার জন্য চাপ প্রয়োগ করেন। এবং বর্ণিত মামলায় তিনি সাক্ষ্য প্রদান না করার নিমিত্তে অর্থাৎ উক্ত মামলায় তিনি কিছুই জানি না বলিয়া বর্ণিত মামলার বিচারিক আদালতে এফিডেভিট দাখিলের নিমিত্তে তাকে বল প্রয়োগ করেন। তিনি এহেন প্রস্তাাবে রাজী না হইলে তাকে খুন করিয়া ফেলার উদ্দেশ্যে আখলিছ মিয়া এবং তার ভাই আবুল মিয়া (৪৮)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন মিলে তাকে কালেঙ্গাঁর বাড়িতে যাওয়ার পথে পূর্ব পরিকল্পনা মোতাবেক আখলিছ গংরা গতিরোধ করে তাকে ঘেরাও আক্রমন করেন। এ সময় তার সাথে থাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা ছিনাইয়া নিয়ে যায় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। আখলিছ মিয়া নিজেকে আওয়ামীলীগ এর বিভিন্ন পদ পদবী এবং জেলা উপজেলার বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে অপকর্ম ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন।