// আবদুল জব্বার , পাবনা : সারা দেশের মত পাবনাতেও শুরু হয়েছে সার্বজনীন পেনশন স্কিম কার্যক্রম। গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনা সহ ৮টি জেলায় ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে পাবনা থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, বীর মুক্তিযোদ্ধাগণ, এস এম আলম সহ সাংবাদিকবৃন্দ ও সরকারি- বেসরকারি কর্মকর্তাবৃন্দ । পরে এ জেলা থেকে পেনশন স্কিমে নিবন্ধন করেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও একজন বেসরকারী চাকুরিজীবি।
দেশজুড়ে চলমান ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি নিরসনে পাবনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন