চাটমোহর গ্রিনপিস বাংলা কর্তৃক বৃক্ষ রোপন কর্মসুচী

// মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা ঃ
আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার উদ্যোগে আম বৃক্ষের চারা রোপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকাল ১১ টায় চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন করেন সংগঠনের পাবনা জেলা শাখার নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট কবি ও সংগঠক সুলতানা সাঈদা শিল্পী, কুঠিপাড়া সরকারীম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক (অবঃ) মো. দেলোয়ার হোসেন, সোহাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুজ্জামান, দিঘুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম, মোঃ আব্দুল হাকিম প্রমূখ।

দেশের পরিবেশ রক্ষা আন্দোলনে ভূমিকা রাখা সহ প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে ফলের চাহিদা পূরন করে বাড়তি উৎপাদন করতে গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখা শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আমের চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছে। সেই ধারাবাহিকতায় বৃক্ষরোপন অভিযান চলমান রয়েছে।

ইতিমধ্যে সোহাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পবাখালী উচ্চ বিদ্যালয়, হিড়িন্দা দাখিল মাদ্রাসা, হালিমপুর বাজার, হিড়িন্দা হাফিজিয়া মাদ্রাসা, হিড়িন্দা ঈদগাহ ময়দান, কচুগাড়ী ঈদগাহ ময়দান, কচুগাড়ী গোরস্থান প্রাঙ্গন, হালিমপুর স্বাধীনের বাগান, সরকার বিজনেস ফার্ম, মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ, কচুগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুয়াবাসী দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় বৃক্ষ রোপন করা হয়েছে।