এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বগুড়ায় বিক্ষোভ

// সঞ্জু রায়, বগুড়া: এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে শহরের সাতমাথায় মানববন্ধন করেন পরীক্ষার্থীরা। সেখান থেকে চার দফা দাবি নিয়ে একটি বিক্ষোভ মিছিল শহরের থানা মোড় হয়ে আলতাফুন্নেছা খেলার মাঠে গিয়ে শেষ হয়।  

তাদের দাবিগুলো হলো, ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যাবেনা ও পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্ট বাদ দিতে হবে।

মানববন্ধনে পরীক্ষার্থীরা বলেন, এইচএসসি পরীক্ষার জন্য অনেক কম সময় পাওয়া গিয়েছে। এই অল্প সময়ে পুরো সিলেবাসে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া হোক। পাশাপাশি আইসিটি সাবজেক্টটিও পরীক্ষা থেকে বাদ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাবো।  

এই বিক্ষোভ কর্মসূচীতে বগুড়া সরকারি কলেজের সিয়াম শাহরিয়ার, সরকারি শাহ সুলতান কলেজের ফাহিম রেজাসহ বিভিন্ন কলেজের ১৫ থেকে ২০ জন এইচএসসি পরীক্ষার্থী অংশ নেন।