জমাকৃত অর্থ ফেরৎ চাওয়ায় ভুক্তভোগীকে দেখে নেওয়ার হুমকি ঃ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের ধোবার হাট গ্রামে ভাই-ভাইয়ের পারিবারিক মীমাৎসাকৃত বিরোধীয় বিষয়ের জমাকৃত টাকা ফেরৎ চাওয়ায় ভুক্তভোগী-কে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু চৌধুরী, লেফু মিয়া, রফিক মিয়া ও মজনু মিয়াগংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইউনুছ মিয়া নিরাপত্তা চেয়ে গত ২৫ জুলাই মৌলভীবাজার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে-মোঃ ইউনুছ মিয়া ও তার ভাই লেপু মিয়া‘র সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল। শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়সহ গন্যমান্য লোকজনদের উপস্থিতিতে ভুক্তভোগী মোঃ ইউনুছ মিয়া-কে ১লক্ষ ৬০ হাজার টাকা পাওনা নির্ধারণ করে তাদের বিরুধীয় বিষয়টি মীমাৎসা করা হয়। তার ভাই লেপু মিয়া গন্যমান্য লোকজনদের সিদ্ধান্ত মেনে নিয়ে ১নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু চৌধুরী‘র কাছে টাকা জমা দেন। কিন্তু জমাকৃত টাকা ইউনুছ মিয়া-কে ফেরৎ না দিয়ে বিভিন্ন লোকজনদের মাধ্যমে তাকে প্রাণে হত্যার হুমকি ও টাকা দিতে টাল-বাহানা করছেন। এ ঘটনায় বিগত ২২ জুলাই মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এর পর থেকে মিছলু চৌধুরীগংরা তার উপর বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে শালিস-বৈঠক করেন। এবং ৫ থেকে ৬ দিনের মধ্যে তার বাড়ী-ঘর ধ্বংস করিয়া তাকে গ্রাম ছাড়া করিবেন বলিয়া ব্যাপক হুমকী প্রদর্শন করেন। এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ ইউনুছ মিয়া জানান- মাননীয় পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। চেয়ারম্যানসহ তাদের লোকজনদের ভয়ে বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। যে কোন সময় আমার ও আমার পরিবারের মারান্তক ক্ষতি হয়ে যেতে পারে। আমি রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আইনী সুরক্ষা কামনা করি।