সুন্দরগঞ্জের দহবন্দ ইউপি ভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

// হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কার্যক্রমের যাত্রা শুরু উপলক্ষে আলোচনা সভা ও ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের জমিদাতা সাবেক প্রয়াত চেয়ারম্যান শাহজাহান মন্ডলের নামে নামফলক উন্মোচন করেন অপর সাবেক প্রবীণ ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন প্রামানিক। পরে এক আলোচনা সভা ইউপি চেয়াম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক প্রবীণ ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আফছার উদ্দিন প্রমানিক, সাবেক প্রয়াত ইউপি চেয়ারম্যান শাহজাহান মন্ডলের ছোট ভাই ফরহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁনসহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। 

দহবন্দ ইউনিয়ন পরিষদের প্রাণকেন্দ্রে ছিল সুন্দরগঞ্জ পৌরসভা। তৎকালিন ইউনিয়ন পরিষদ কার্যালয়টি ছিল পৌর শহরের গাছবাড়ি এলাকায়। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন পৌর শহরে অবস্থিত পুরোতন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ২০২১ সালে দহবন্দ ইউনিয়নের পিনুর মোড় নামক স্থানে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ সম্পন্ন হলেও কার্যক্রম শুরু করা হয়নি।