প্রিয় জন্মভূমি

এনামুল হক টগর

হে প্রিয় জন্মভূমি।
হে প্রিয় অপূর্ব প্রেম হে প্রিয় অপরূপ উজ্জ্বল স্বর্গের মাতৃভূমি।
তোমার আর্দশ মৃত্তিকার অন্তর্হিত সেবায় ভালোবাসার কথা বলে স্নিগ্ধ দুটি নয়ন।
তোমার মানবতা সমাজ আলো ছড়ায় জ্ঞানের তপস্যায় সুদূর মহা-জীবন।
তোমার প্রেম ও ভালোবাসায় প্রিয় মানব জাতি জেগে ওঠে উন্নত সম্মান।
তোমার সভ্যতা দিয়ে দেশ সমাজ ও বিশ্বকে সেবা দাও মহৎ কল্যাণ।
তোমার শরীর জুড়ে দেশপ্রেমের প্রজ্বলিত বাতি জ্বালে ক্ষুধামুক্তির আলোক বার্তা।
তোমার অস্তিত্ব ও স্থাপনের বন্ধনে অবিচ্ছেদ্য বাঙালি জাতি,
চিরন্তন প্রেমে মগ্ন থাকে জীবনের কতো স্নেহ প্রীতি।
বাংলাদেশের গোপন ও প্রকাশ জ্ঞানের পরশ পাথর তুমি অভিজ্ঞ জীবন নীতি।
তোমার ভালোবাসার সৌন্দর্যে সমগ্র মানব জাতি,
ফুলের মতো প্রস্ফুটিত হয় শুভ চেতনার আলোতে সরল!
তোমার ভালোবাসার সোহাগ ও মমতায় দৃঢ় দীপ্ত প্রকৃতির ভালোবাসা নির্মল।
তোমার জ্ঞান পেয়ালার অমৃত সুধা বাংলাকে দিওয়ানা করে প্রেমিক চঞ্চল।
বিজ্ঞান গবেষণায় অণু পরমাণু ও পজিটন তুমি নূরের ঈশ্বর কণা অমর গুপ্তধন!
আমার নয়ন অশ্রুর বিরহ প্রেম তোমার বুকে ফসল ফলায় মাটির স্বপ্ন।
তোমার আত্মার অনির্বাণ শিখায় আমি এই জন্মভূমিতে নব নব ইমারত নির্মাণ।
জগতের গৌরব ও সৌন্দর্যে তুমিই শ্রেষ্ঠ তুমিই জীবন ও যৌবনের রূপ রস জন উৎপাদন।
গভীর দুঃখ কষ্টের ভেতরে তুমিই আমাদের প্রিয় মাতৃভূমি তুমিই প্রিয় জননীর পরিচয়।
হৃদয়ের সুজন কূজন ভালোবাসার বন্ধু তুমি পরম বিশ্বাসী পরাণের প্রিয়জন।
একই আত্মায় তুমি ও আমি পুষ্প বনের পাখি মৌমাছির সুমিষ্ট মধু ফুল ও ফলে চন্দন।
নদীর কলতান সুর ও গানে অমৃত সুধা তুমি প্রবহমান স্রোতের বুকে দক্ষ নাবিক!
প্রভাত আলোর পূর্বাভাসে ধর্মের পবিত্র বাণী তুমি তত্ত্বজ্ঞানে জাগরণ ধ্বনি বিবেক!
তোমার বুকে মহান ভাষা শহীদ,মহান মুক্তিযুদ্ধের ত্যাগ মহিমা বিশ্বাস ক্রন্দন!
নূরময় আত্মার প্রজ্ঞা তুমি গোলাপের সুগন্ধি ছড়াও প্রগতির দীপ্ত আলো জীবন্ত।
তুমি শান্তির স্বর্গ,তুমি উজ্জ্বল বাংলার প্রতিভাস,তুমি জান্নাতের প্রেম সাম্য বন্টন চেতনা।
তুমি আমার জন্ম জন্মান্তরের প্রস্ফুটিত ফুলের বাগিচা শস্য শ্যামল সৌন্দর্যের কানন।
তুমি বসন্ত বাগানে বৃক্ষের পাতায় পাতায় পুষ্প শোভা ছড়াও ভোরের সূর্য কিরণ।
তুমি অনাদি মহাকাল,তুমি চিরন্তন ইতিহাসে অরণ্য প্রকৃতির প্রভা উজ্জ্বল।
প্রিয়তম মাতৃভূমি আমার,প্রিয়তম জন্মভূমি আমার, প্রিয়তম ভালোবাসা আমার বিদগ্ধ আশা নির্মল।
প্রিয় প্রাণের স্বদেশ আমার,প্রিয় প্রাণের মমতাময়ী জননী আমার দীর্ঘ সাগর নীল।
এই মৃত্তিকার বুকে তুমিই বেহেস্ত,তুমিই জান্নাত,তুমিই স্বর্গ প্রেম শান্তিতে অবিচল।
০৪/০৮/২০২৩