// সাঁথিয়া প্রতিনিধি: পাবনা সাঁথিয়ায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে “পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক স্কুল মাঠ দিবস হয়েছে।
আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার তেঘরী গ্রামে কৃষক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী।
এসময় আরো বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা গোপাল কুমার সেন, কৃষক রাজু আহম্মেদ, কৃষানী রিনা খাতুন সহ উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষানী’রা। ১৪ সপ্তাহ এলাকার ২৫ জন কৃষক- কৃষানিদের শাক সবজিসহ বিভিন্ন ফসলের যত্ন, রোগ বালাই, পরিচর্যা, ক্রীটনাশক ছাড়া ফসল উৎপাদন সম্পর্কে প্রশিক্ষন দেয়া হয়েছে। উপকারি অপকারি পোকা চেনা ও তাদের ব্যবস্থা নিয়ে ফসল উৎপাদন ও বীজ সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন দিয়ে কৃষকদের উন্নয়নের দিক নির্দেশনা দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা আব্দুদ দাইয়ান।