// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়েছেন কৃষক তাজমল প্রামানিক। সাত ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন। রবিবার (২৩ জুলাই) মধ্যরাতে উপজেলার লীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামের মৃত মহিরউদ্দিন প্রামানিকের ছেলে তাজমল প্রাং এর বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কৃষক জানান, রাত আনুমানিত একটার দিকে হঠাৎ ঘুম ভেঙ্গে ঘরে আগুন লেগে যাওয়ার বিষয়টি তিনি বুঝতে পারেন। কিন্তু ততক্ষণে পুড়ে সব কিছুই শেষ। প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তিনি। শোবার ঘর, আসবাবপত্র, রান্নাঘরসহ ১১ টি ক পুড়ে ছাই হয়েছে। পরনের জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে খোলা আকাশের নীচে অবস্থান করছেন।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা অপু মন্ডল জানান, আগুনের প্রকৃত উৎস সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাড়ির ইটের দেয়াল ছাড়াা সবকিছুই পুড়ে গেছে।