নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাসের চালকের ভুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই বাসের হেলপার ও সুপারভাইজার। আহত হয় কমপক্ষে ২০ যাত্রী। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের উপজেলার জোয়াড়ি খেজুরতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। কয়েকজন যাত্রী জানান, হেলপার ও সুপারভাইজার বাসের গেটে দাঁড়িয়ে ছিলো। হেলপার বারণ করার পরেও চালক বাসটি ওভারটেক করে এবং এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম আনোয়ারুল ইসলাম (২৮) ও সুপারভাইজারের নাম বেলাল হোসেন শুভ (২৬)। আনোয়ারুল চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে ও বেলাল ঢাকার গাবতলীর আবুল বাশারের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ের থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সাথে পাবনা থেকে রাজশাহীগামী গ্যাস ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সম্মুখ ভাগ দুমড়ে-মুচড়ে সড়কের ওপর উল্টে যায় এবং এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে থানার পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে