// ইয়ানূর রহমান : ভারতে দীর্ঘদিন জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৪০ জন
শিশু, নারী ও কিশোর। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টায় ভারতীয় ইমিগ্রেশন
পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। হস্তান্তর এর
সময় ভারতের কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত উপ-হাইকমিশনের
দ্বিতয় সচিব শেখ মারেফাত তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এরা অবৈধ পথে
পাসপোর্ট ভিসা বাদে ভারতে প্রবেশ করে বাসা বাড়ি সহ বিভিন্ন ফ্যাক্টরিতে
কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয় বলে জানায় ভারতীয় ইমিগ্রেশন
পুলিশ। ফেরত আসাদের মধ্যে ২০ জন যুবতী নারী ২ জন শিশু ও ১৮ জন কিশোর।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, এরা ভালো কাজের আশায় বিভিন্ন
সীমান্ত পথে ভারতে পাড়ি জমায় দালালদের মাধ্যেমে। এরপর সেদেশে অবৈধ ভাবে
প্রবেশের দায়ে পুলিশ এর কাছে আটক হয়। এবং সেখানকার আদালতের মাধ্যেমে জেল
খানায় যায়। এরপর লিলুয়া শেল্টার হোম নামে একটি বেসরকারী সংস্থা তাদের জেল
থেকে ছাড়িয়ে এনে নিজেদের শেল্টার হোমে রাখে। এ ভাবে ৬ মাস থেকে ৬ বছর
গড়িয়ে যায় । অবশেষে দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যেমে আজ
মাধ্যেমে আজ বেনাপোল চেকপোষ্ট হয়ে তাদেও দেশে প্রবেশ করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন এর
কাজ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা
শেষে এদের কয়েকটি বেসরকারী এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হবে।
যশোর জাষ্টিস ফর কেয়ার এর ফিল্ড ফ্যাসিলিটেটর রোকেয়া খাতুন বলেন, ফেরত
আসাদের মধ্যে যশোর জাস্টিস ফর কেয়ার ১৮ জন, মহিলা আইনজীবি সমিতি ৭ জন এবং
রাইটস যশোর ১৫ জনকে গ্রহন করে যশোর নিজ নিজ শেল্টার হোমে নিয়ে যাবে। এরপর
সেখান থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে পরিবারের
সদস্যদের কাছে।#