প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ ও মুক্তিযোদ্ধাদের হয়রানি বন্ধ করার দাবীতে পাবনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধকালীন পাবনার পশ্বিমাঞ্চলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবুর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর থানা কমান্ড কার্যালয় হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল (২০ জুলাই) সকাল ১১ টায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পাবনা শহরের আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিন করে কমান্ড কার্যলায়ে এসে শেষ হয়। মুক্তিযোদ্ধাদের শ্লোগান ছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর কিছু হলে, জলবে আগুন ঘরে ঘরে একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আর একবার, পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি বন্ধ করো, করতে হবে। মিছিলে পাবনায় বীর মুক্তিযোদ্ধাসহ সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সংসদের প্লাগার্ড হাতে নিয়ে শ্লোগানে মুখরিত ছিলেন।
এর পর বেলা ১২টায় পাবনা সদর থানা ইউনিট কমান্ড কার্যালয়ে পাবনা জেলা মুক্তিযোদ্ধা হয়রানি প্রতিরোধ কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান মঞ্জু, হাবিবুর রহমান রঞ্জু, আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা খোয়াজ উদ্দিন, নাসির উদ্দিন নাসির প্রমুখ।
সভায় গৃহীত সিদ্ধান্তে পাবনার দুর্নীতিবাজ বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বাবলু চক্র কর্তৃক জামুকায় মিথ্যা অভিযোগ দিয়ে পাবনা মুক্তিযোদ্ধাদের গেজেট-সনদ বাতিল করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। হাইকোর্টে দায়েরকৃত বীর মুক্তিযোদ্ধাদের কন্টেমট ও রীট পিটিশন মামলার শুনানী করে অবিলম্বে মামলা নিস্পত্তি করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী জানানো