কালিহাতীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছের চারা রোপণ

// কামরুল হাসান , টাঙ্গাইল পতিনিধিঃ  পরিবেশের ভারসাম্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বজ্রপাত থেকে রক্ষায় টাঙ্গাইলের কালিহাতীতে তাল গাছের চারা রোপন করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এবং বাংড়া ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে বাংড়া ইউনিয়নের পাথালিয়া পাকা রাস্তা হতে দেওতলা প্রর্যন্ত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কাবিখা/কাবিটা কর্মসূচির আওতায় বাস্তবায়িত রাস্তার দুই পাশে সবুজ পৃথিবীর আয়োজনে তাল গাছের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ও সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ উপস্থিত ছিলেন।