লালপুরে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নাটোরের লালপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে।
“গাছে গাছে ভরবে দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৮জুলাই) বিকেলে ব্যাংকটির গৌরীপুর শাখা অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে নারী সদস্যদের মাঝে ওই গাছের চারা বিতরণ করেন পাবনা জোনের জোনাল ম্যানেজার আসহাব উদ্দীন আহম্মদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার ছিরাতুন ইসলাম, গৌরীপুর শাখার ব্যবস্থাপক মো. মাহাবুবুল আলমসহ স্টাফ ও সদস্যরা।
প্রধান অতিথি বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক পাবনা জোনের ৬২টি শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এ পর্যন্ত ৩২ লাখ ৭৫ হাজার চারা গাছ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।