// স্টাফ রিপোর্টারঃ বিং হিউম্যান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মৌসুমী ফল উৎসব – ২০২৩ উদযাপন উপলক্ষে গতকাল শনিবার বেলা ১২ টায় দৈনিক সিনসা কার্যালয়ে বিভিন্ন ফলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শোআইব আহমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, এম এস ল্যাবরোটরীর ব্যাবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ আজাদ, রোটারী ক্লাব অফ রূপকথার প্রেসিডেন্ট ফারুক হোসেন, পাবনা বাজাজ সেন্টারের প্রোপাইটর আশরাফুল হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি মেডেলিন আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মিথিলা আক্তার মিতু ও সংগঠনের শিশু সাংবাদিক সাআদ আল সামীসহ কৃষক ও ব্যবসায়ী রুদ্র বিশ^াস , রফিকুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত: ২০১৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির যাত্রা শুরু করে বর্তমানে ৩২ টি জেলায় এর কার্যক্রম চলমান রয়েছে। পথশিশুদের মাঝে খাবার বিতরণ, অসহায়দের পাশে দাড়ায়ে তাদের সহযোগিতা করা, সামাজিক ও সংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে ব্যাপক প্রসংশিত হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাদের মাঝে বাল্য বিবাহ রোধে, মাদক থেকে রক্ষার জন্য বিভিন্ন সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।