স্টাফ রিপোর্টারঃ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন বলেছেন, নির্ভিক ও নিরোপেক্ষ ভাবে খবর প্রকাশ করায় সিনসা পরিবারের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সিনসা কোন দলের নয় । পত্রিকাটি তার নিরোপেক্ষতা বজায় রেখে সব রাজনৈতিক দলের খবর প্রকাশ করে থাকে। সমাজের অসংগতিগুলো তুলে ধরতে কখনো পিছপা হয়নি। আগামীকে এ ধারা অব্যহ থাববে বলে আমি আশা রাখি। পাবনার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সিনসার সম্পাদক মাহবুব যে ভাবে কাজ করে যাচ্ছে তার জন্য আমার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তার এ সব কর্মকান্ডে আমি সার্বিক সহযোগিতা করবো ইনশআল্লাহ। গতকাল পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে দৈনিক সিনসার বর্ষপূতি অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান উল্লেখিত কথাগুলো বলেন।
৭ জুলাই শুক্রবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত কবি, সাহিত্যিক ও শুভাকাঙ্খীদের কবিতা পাঠ, শুভেচ্ছা বক্তব্য ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন , দ্বিতীয় পর্বে আলোচনা সভা,৫০ জন কবিকে সম্মাননা পদক প্রদান,১০ জনকে সম্মাননা পদক প্রদান এবং কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ডি.এম. হাসিবুল বেনজীর, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান এবং রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ^াস রানা। শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম। মূল প্রবন্ধ পাঠ করেন সামছুল হুদা ডিগ্রী কলেজ অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর। গুণীজনের মধ্য থেকে সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বাহেজ উদ্দিন কে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়, বার্তা সংস্থা পিপ‘র প্রধান সম্পাদক এবিএম ফজলুর রহমানকে সর্বাধিক সংবাদ পাঠানোর জন্য, শহীদ আমিন উদ্দিন আইন কলেজ অধ্যক্ষ এড. আলহাজ¦ মোঃ আজিজুল হক কে সাহিত্য অঙ্গণে বিশেষ অবদান রাখায়, বিশষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ আব্দুস সাত্তার বিশ^াস কে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায়,শিক্ষাক্ষেক্রে বিশেষ অবদানের জন্য পাবনা জেলা স্কুলের প্রাক্তর প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবকে, দৈনিক সিনসায় জনগুরুত্বপূর্ণ সংবাদ সরবরাহ করায় বেড়া উপজেলার বিশেষ প্রতিনিধি মোঃ শফিউল আযম আলতুকে, নারী উদ্যোক্তা হিসেবে রানা ইকো পার্কের পরিচালক জেসমিন আরা মিলিকে, সফল চেয়ারম্যান হিসেবে মালিগাছা ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ মুনতাজ আলীকে , বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে মোঃ হায়াত উল্লাহ মল্লিক কে গুণীজন সম্মাননা পদক এবং সাহিত্য অঙ্গণে বিশেষ অবদানের জন্য ফোল্ডার কবিতাপত্র পাবনা সম্পাদক কবি ইদ্রিস আলীকে মরণোত্তর সম্মানা প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ( অবঃ) প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ, জেলা কৃষক লীগের সহ সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, সরকারি এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক এস এম ফরিদ এবং সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম মুরাদ,নাটোর টেক্স: ইনস্টিটিউট অধ্যক্ষ ইঞ্জ. আবুল কালাম আজাদ, শহীদ এম মনছুর আলী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. আল আমিন, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( অবঃ) আমানুল্লাহ খান,সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার, দৈনিক সিনসার প্রতিনিধি সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হাঁই, আতাইকুলা প্রতিনিধি আব্দুল মজীদ মোল্লা, চাটমোহর প্রতিনিধি রেকাত আলী সুমন, ভাঙ্গুড়া প্রতিনিধি মানিক হোসেন, নাটোর প্রতিনিধি পি কে বারী, কৃষিবিদ জাফর সাদেক, উত্তোরণ পাবনার সভাপতি আলমগীর কবীর হৃদয়, পাবনা জেলা কৃষকলীগ, স্মরণে ৭১ প্রজন্ম পাবনার প্রধান সমস্বকারী তোফাজ্জল হোসেন মামুন, হৃদয়ের ছোয়া সম্পাদক মাসুদ হাসান রনি, অধ্যক্ষ ( অবঃ) ডাঃ তমিজ উদ্দিন, বিং হিউম্যান বাংলাদেশের সভাপতি শোআইব আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ আহমেদ প্রমুখ। প্রথম পর্বে দৈনিক সিনসা‘র সাহিত্য সম্পাদক ড. মনছুর আলম‘র সঞ্চালনায় অনুষ্ঠিত কবিতা উৎসবে কবিতা আবৃত্তি করেন দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক আলহাজ¦ আমিনুর রহমান খান,কবিতা সংসদের প্রতিষ্ঠাতা মানিক মজুমদার, কবি নিন্দুক বিশ^াস, বেগম ফিরোজা খান, অঞ্জলী ভৌমিক ,কথা হাসনাত , সালেহা ইমতিয়াজ ,সুমনা ঘোষ, মধুসূদন মজুমদার, নুরুল ইসলাম বাবুল,সাহানা আক্তার বানু, ইউছুফ বাশার আকাশ, গোবিন্দ লাল হালদার, নুরুজ্জামান সবুজ,অশ্রু সাগর আনোয়ার, মঞ্জুরুল ইসলাম , তাসনিয়া, নিলীমা নিল, মরিয়ম বেলারুশি, এস এম রাজা, গোপালগঞ্জ থেকে আগত কবি জাকির হোসেন, উত্তম কুমার দাস প্রমুখ। উপস্থিত ছিলেন দৈনিক সিনসা সম্পাদক‘র সহধর্মীনি ইসরাত জেরিন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আখতারুজ্জামান আখতার, দৈনিক নতুন বিশ^বার্তার সম্পাদক শহিদুর রহমান শহিদ, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা,বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, দৈনিক পাবনার খবর নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, চাটমোহর উপজেলার ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, সাংবাদিক ফোরম সভাপতি হাসান আলী, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, ব্যাংকার শারমিন আখতার খান, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী,সাংবাদিক সাঈদ উল ইসলাম, সাংবাদিক আব্দুস ছবুর,আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, বাংলাদেশ ওয়াকার্স পার্টির সিরাজুল ইসরাম, সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, মাইটিভির জেলা প্রতিনিধি মুজিবুল হক লাজুক,এড. জাকির হোসেন, শিক্ষানবিদ আইনজীবি মীর ফজলুল করিম বাচ্চু, বাঁচতে চাই নিবার্হী পরিচালক আব্দুর রব মন্টু,দৈনিক সিনসা স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি, জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ,কবি আজিজা পারভীন, মৌমিতা মজুমদার, আব্দুল হালিম বাচ্চু, খান আনোয়ার হোসেন, শফিক আল কামাল, নাছিমা খন্দকার, মহসীন আলী, শিশির ইসলাম, রেহানা সুলতানা শিল্পী, এড. আব্দুর রহিম, ভাস্কর চৌধুরী, অধ্যাপক আল আমিন হোসেন লেমন, আব্দুল জব্বার, আলহাজ উদ্দিন, করুনা নাসরিন, প্রভাষক মোহাম্মদ আলী, সাহানা আক্তার বানু,মৌমিতা মজুমদার মুক্তা, মানব মজুমদার, যাযাবর জিয়া,শ্রাবন্তী মায়া, কবি ফিরোজা বেগম, নুরুল ইসলাম বাবুল, হাসানুল বান্না, সাকাওয়াত হোসেন,মুনমুন আক্তার, সুবল কুমার, মহসীন আলী, রাজিব, মিথিলা আক্তার মিতু, আতিকুর রহমান, মাসুদ রানা,তাসলিমা, আপেল মাহমুদ, ফাতেমা তুজ মার্জিয়া, হুমাইয়া ইসলাম ওরর্থি, আমানুল্লা রুবেল,শিলা, মনিরুজ্জামান আকাশ, মনোয়ারা পারভীন মনা, বেলাল হোসেন,অন্তর হোসেন, আরাফাত হোসেন, রাজিবুল হক,খান আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম বাবলু, আহসান হাবিব, জহুরুল ইসলাম,ফেরদৌস হাসান, এ এইচ মাসুক, রুদ্র বিশ^াস, খলিলুর রহমান প্রমুখ। এছাড়াও দৈনিক সিনসা পত্রিকা অফিসে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মেনহাজ উদ্দিন, টেলিফোনে শুভেচ্ছা জানান মাসুমদিয়া কেজিবি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, ওয়াই ডাব্লিউসিএ‘র সেক্রেটারী হেনা গোস্বামী, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নন টেক বিভাগের বিভাগীয় প্রধান আলী আকবর রাজু, সাবেক সরকারি কর্মকর্তা শফিউদ্দিন মিয়া, সাংবাদিক আর কে আকাশ প্রমুখ।