যশোরে নারী পুলিশ সার্জেন্টের কর্তব্য কাজে বাঁধা দেয়ায় মামলা, যুবক আটক

ইয়ানূর রহমান : যশোরে এক নারী পুলিশ সার্জেন্টের কর্তব্য কাজে বাধা
দেওয়ার অভিযোগে যশোর শহরের দড়াটানা ট্রাফিক চত্বর থেকে সোহেল তানভীর
নামে এক যুবককে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ।

আটক সোহেল তানভীর যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার আলী
আকবরের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

যশোর ট্রাফিক পুলিশের নারী সার্জেন্ট অপান্বিতা বৈরাগী গত রোববার
সন্ধ্যার সময় শহরের দড়াটানায় দায়িত্ব পালনকালে সোহেল তানভীর
মোটরসাইকেল নিয়ে আসে। এ সময় তার মাথায় হেলমেট ও গাড়ির কাগজপত্র কাছে
ছিল না। কর্তব্যরত নারী সার্জেন্ট সোহেল তানভীরের কাছে গাড়ির কাগজপত্র
দেখতে চাইলে তিনি নারী সার্জেন্টের সাথে দুর্ব্যবহার করেন। এ সময়
দায়িত্বে থাকা অন্যান্য ট্রাফিক পুলিশ কনস্টেবলের সাথে তর্ক-বিতর্কে
জড়িয়ে পড়েন ও সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। এ সময় শহরের দড়াটানা
এলাকায় ব্যাপক হারে যানজট সৃষ্টি হয়। পরে বিষয়টি কোতোয়ালি থানা
পুলিশকে জানালে পুলিশ সোহেল তানভীরকে আটক করে।

এঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক একেএম
শফিকুল আলম চৌধুরী বলেন, আটক সোহেল তানভীরের বিরুদ্ধে এর আগে থানায় মাদক
মামলা রয়েছে