পাবনায় স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নিরাপদ খাদ্য শীর্ষক সেমিনার

// পাবনা প্রতিনিধি: পাবনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের ভুমিকা শীর্ষক কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য পাবনা অফিসের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিকল্প নাই। নিরাপদ খাদ্য উৎপাদন, বিপনন ও ব্যবহারে নিশ্চিত করণে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। নিরাপদ খাদ্য ব্যবহারে জনসচেতনতা বাড়তে হবে।

সভায় আরো রজানানো হয়, খাদ্য উৎপাদনে কীট নাশকের যথাযথ ব্যবহার করতে হবে। অনিরাপদ খাদ্য নির্নয়ে যথাযথ ব্যবস্থা করতে হবে। সবজি ১৫ মিনিট লবণ জলে ভিজিয়ে রেখে নিরাপদ পানি দিয়ে পরিস্কার করে রান্না করতে হবে।
সভায় মুলপ্রবন্ধ উপাস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিলুজ্জামান।

জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি হাসিবুল বেনজির, চেম্বার্স অব কমার্স সভাপতি সাইফুল আলম, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সহসভাপতি মো.শহীদুর রহমান, সাবেক সম্পাদক উৎপল মির্জা, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মজিদ, ভোক্তা অধিকার সংরক্ষণের এডি মাহমুদ, হোটেল এন্ড রেস্তুরা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রামানিক বাচ্চু, প্রমূখ।