// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপাআমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিতা সরকার।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। বক্তব্য রাখেন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান।
পরে প্রত্যেক কৃষককে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।