// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে ৯নং ইসলামপুর ইউনিয়নের ছয়ঘড়ি গ্রামে প্রতিবেশীর হামলায় বয়োবৃদ্ধ সানোয়ারা বেগম (৫০) আহত হয়েছেন গত ১৩ জুন সকালে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ ১৪ জুন কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন সানোয়ারা বেগম জানান- গত ১৩ জুন সকালে প্রতিবেশী সাহাব উদ্দিন (২২), শাহ নেওয়াজ (৩৮), মিনারা বেগম, লিলা বেগমগংরা পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা করে। এবং ধারালো অস্ত্র হাতে নিয়ে তাকে খুন করার হুমকি দেন। এ সময় তিনি হাল্লা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। ভুক্তভোগী সানোয়ারা বেগম ও তার মেয়ে লিলি বেগম জানান- দীর্ঘ প্রায় ১৫/১৬ বছর যাবৎ সরকারী খাস ভূমিতে বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন। শাহ নেওয়াজগংরা বিগত সময়ে একাধিকবার প্রাণে হত্যার জন্য হামলা, উক্ত খাস ভূমি‘র মূল্যবান গাছসহ রোপনকৃত চারা কাটিয়া জবরদখল করার চেষ্টা করে আসছেন। এসব ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ, সাধারণ ডায়রী করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ গন্যমান্য লোকজন বিষয়টি সুরাহা করতে পারেন নি। সর্বশেষ গত ১৩ জুন সকালে বসতঘর থেকে উচ্ছেদ করতে পুনরায় হামলা চালায়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।