জসীমউদ্দীন ইতি, প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে শিক্ষা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পরিষদের এডিবি বরাদ্দের অর্থায়নে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, স্যনিটারি ন্যাপকিন এবং কৃষি উপকরণ হিসেবে টিউবওয়ের ও হেন্ড স্প্রে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সভাপতি পবারুল ইসলাম, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের, নারগুন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেরেকুল ইসলাম, গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দিন, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, আখানগর ইউপি
চেয়ারম্যান রোমান বাদশা প্রমুখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অরুনাংশু দত্ত টিটো আনুষ্ঠানিকভাবে ২০টি স্কুলের প্রধান শিক্ষকদের মাঝে দরিদ্র ও মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যম্যে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, স্যনিটারি ন্যাপকিন এবং ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে দরিদ্র অসহায় কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ হিসেবে টিউবওয়ের ও হেন্ড স্প্রে বিতরণ করেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াতে উপজেলা পরিষদের এডিবি বরাদ্দ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, এখানে শিক্ষার মান উন্নয়নে অসহায় দরিদ্র অস্বচ্ছল শিক্ষার্থী এবং কৃষির উৎপাদন বাড়াতেই দরিদ্র ও দুস্থ কৃষকদের মাঝে শিক্ষা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০টি বিদ্যালয় দিয়ে এ কার্যক্রম শুরু হলেও এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ১৯০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২৬০০ নারী শিক্ষার্থীকে বিনামুল্যে স্যানিটারি ন্যাপকিন, ৩ শতাদিক শিক্ষার্থীকে বিনামুল্যে স্কুল ব্যাগ প্রদান করা হবে। এছাড়াও কৃষি উপকরণ হিসেবে বিনামল্যে ২০০ কৃষককে ২০০ টিউবওয়ের ও ২০০ হেন্ড স্প্রে বিতরণ করা হবে। এই শিক্ষাও কৃষি উপকরণ যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থী ও কৃষকরা উপকৃত হবে বলেও জানান তিনি।