// অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে তিন মাছ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদের কাছ থেকে দু’শ কেজি জাটকা ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। গতকাল রোববার সকালে উপজেলার পয়সারহাট মাছ বাজারে তিন মাছ ব্যবসায়ীকে দু’শ কেজি জাটকা ইলিশসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বাগধা গ্রামের হারুন খান, হরিণাহাটি গ্রামের খলিলুর রহমান ও জলিল হাজরা।
গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক প্রত্যেককে ৫ হাজার টাকা করে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত দু’শ কেজি জাটকা ইলিশ বাগধা জামিয়া ইসলামিয়া নেছারিয়া শামছুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, চাঁদত্রিশিরা জামিয়া ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, এসআই মনির হোসেন প্রমুখ।