অগ্নি

// এনামুল হক টগর

এখন দেশপ্রেমের আগুনে রাজপথে জ্বলে ওঠার দৃঢ় দীপ্ত চেতনার সময়।
এখন অগ্নি দহনে শরীর পোড়ানো মিছিলের সারিতে কঠিন শ্লোগানের সময়।
এখন বঙ্গবন্ধুর আর্দশ নীতিতে স্বাধীনতার পক্ষে শান্তি ও ঘুরে দাঁড়াবার নতুন সময়।
এখন বিপ্লব ও প্রতিবাদ করে অসহায় মানুষগুলোকে উন্নয়নের ভাষা বোঝানোর সময়।
এখন বিশ্ব মানবতা বিদগ্ধ জননীর হাত ধরে সেবা ও কল্যাণের মহৎ সময়।
এখন দীর্ঘ পথ ধরে হেঁটে যাওয়ার গতিশীল ও চলমান অভিজ্ঞ সময়।
এখন মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করে দিকে দিকে বিজয়ের পতাকা উড়ানোর সময়।
এসো দেশবাসী,এসো দেশপ্রেমিক,এসো শ্রমজীবী,এসো কর্মজীবী দক্ষ জীবন পরিচয়।
এসো কর্মকৌশল ও কর্মপ্রচেষ্টায় দেশ গড়ে তুলি সভ্যতার আর্দশ প্রেম দীপ্তকর।
এসো বন্ধু,এসো প্রাণের সুজন,এসো মাতৃভূমির জন্য ভালোবাসার আলো ছড়াই ন্যায্য অধিকার।
এসো প্রিয়তম,এসো সুষম বণ্টন জীবনের সার্বজনীন কল্যাণে আবিষ্কার করি সমাজ সুন্দর।
এসো সময়ের সাহসী যোদ্ধা,এসো নবীন,এসো প্রবীণ, এসো কৃষাণ কৃষাণি।
এসো মৃত্তিকার মাঠে বিজ্ঞানের প্রজ্ঞায় গবেষণা করি আবাদে ফসলের খামার নন্দন।
এসো তরুণ,এসো যুবক,এসো অগ্নি দহনে অনাগত যৌবন দীপ্ত নতুন প্রাণ!
এসো দৃঢ় সংগ্ৰামী,এসো প্রিয়মতা,এসো দেশ ও পৃথিবীর কল্যাণ জাগাই আধুনিক জীবন বহুদূর –
এসো বিদ্রোহী,এসো সংগ্ৰামী,এসো অশুভ ভেঙে চুরে সোনালী ফসল ফলাই শস্য নিপুণ ভাণ্ডার।
জেগে ওঠো বন্ধু,আর তছনছ করে দাও,আদর্শহীন সভ্যতাহীন যত অসত্য যুক্তি ব্যাখা ও লালসার গরল।
এসো ছেলেবেলার সখি,এসো প্রাণের সখি,এসো রুখে দেই ভণ্ড ওয়াজকারীর কল্পণার ওয়াজ ও ধূর্তবাজের কৌশল বিফল।
এসো দেশবাসী,এসো রুখে দেই যত প্রতারক চক্র ও স্বার্থসিদ্ধর মুখোশ কলাকৌশল।
এসো নিপীড়িত মানুষ,এসো ক্ষুধার্ত মানুষ,এসো কালো পুঁজিবাদ ও ভণ্ড আমলার বিরুদ্ধে জ্বলে ওঠি অগ্নিভষ্ম।
এসো দেশপ্রেমিক,এসো সুজন,এসো অশনি দানবের কালো হাত ভেঙে দেই যত দূর্নীতি অনিয়ম,
এসো সাহসী যোদ্ধা,এসো সন্ত্রাস আমিত্ব ক্রোধ ও বিষধর সর্পগুলোর দাঁত ভেঙে দেই কঠিন দমন।
এসো শ্রমিক,এসো দূর্গম পথ পেরি দেই আগামী যুদ্ধের রণাঙ্গনে দীপ্ত গতি বহমান-
এসো মুক্তিযুদ্ধো, এসো আবার স্বাধীনতার পতাকা উড়াই দিকে দিকে বিজয় সূর্য সকাল কিরণ।
এসো সুন্দর, এসো বাংলার পুষ্প শোভিত উদ্যানে মহাঐক্যের ভাতৃত্ব গড়ে তুলি সমাজ চৈতন্য।
এসো জনতা,এসো বর্ণহীন সমান ও আর্দশ নীতিতে সুষম বণ্টন জীবন নির্মাণ করি পৃথিবী সরল।
১১/০৬/২০২৩