আগৈলঝাড়ায় যৌতুক মামলায় স্বামী ও ভাসুর গ্রেফতার

// অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী ও ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের সতীশ অধিকারীর ছেলে সমরেশ অধিকারীর সাথে পাঁচ বছর আগে একই গ্রামের কালাচাঁদ বিশ্বাসের মেয়ে আঁখি (২২)’র বিয়ে হয়। বিয়ের কয়েক বছর যেতে না যেতেই আঁখির শাশুড়ি ও ভাসুরের প্ররোচনায় স্বামী সমরেশ আঁখির কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলো। যৌতুকের টাকা দিতে না পারায় পরিবারের লোকজনের উস্কানিতে সে আঁখির উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। নির্যাতনের কারণে আঁখির বাবা বহু কষ্টে সমরেশকে ২ লাখ টাকা দেয়। এর কিছুদিন পরে যৌতুকের বাকি তিন লাখ টাকার জন্য আবারও আঁখির উপর নির্যাতন চালাতে শুরু করে সমরেশ। নির্যাতনের ধারাকাহিকতায় ২ জুন সন্ধ্যার পরে সমরেশের সাথে আঁখির যৌতুক নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সে আঁখিকে বেদম মারধর করে। আঁখির ডাকচিৎকারে লোকজন এগিয়ে এসে আঁখিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় নির্যাতিতা আঁখি বাদী হয়ে স্বামী, শাশুড়ি, ভাসুরসহ ৪জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার আসামী স্বামী সমরেশ ও ভাসুর সর্বানন্দ অধিকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।