পদ্মা নদীতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

// লালপুর (নাটোর) প্রতিনিধিঃ 

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. রাদ ইসলাম (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিশু  শিক্ষার্থী  মারা গেছে।

মঙ্গলবার (৬ জুন ২০২৩) দুপুর ১২ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু শিক্ষার্থী  উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের মো. মোমিনুল ইসলামের ছেলে। 

রাদের পিতা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁর ছোট ছেলে মো. রাদ ইসলাম পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। নদী থেকে উঠেতে না দেখে স্থানীয় প্রতিবেশীরা পরিবারকে জানালে খোঁজাখুজির পর অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ বিষয়টি নিশ্চিত করছেন। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, পানিতে ডুবে শিশু রাদ ইসলামের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।