পাবনায় ভোক্তা অধিকারের সেমিনার অনুষ্ঠিত

// পাবনা প্রতিনিধি : পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শিমুল আহম্মেদ এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, পাবনা চেম্বার্স অব কর্মাসের পরিচালক সাজ্জাদ প্রামানিক বাচ্চু, ক্যাবের সাংগাঠনিক সম্পাদক শফিক আল কামাল, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম, ভোক্তা অধিকারের এডি মাহমুদ হাসান রনি প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ভোক্তারা পদে পদে ঠকছেন, ক্ষতিগ্রস্থ হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ভোক্তা আইন মানা হচ্ছে। ভোক্তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। জনগণ কে সচেতন হতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে ভোক্তা অধিকার বাস্তবায়নের বিকল্প নাই। 

অনুষ্ঠানটি উপাস্থাপনা করেন পাবনা জেলা প্রশসন কার্যালয়ের সহকারী কমিশনার লুৎফুন নাহার শারমিন।