চাটমোহরে সাড়ে তিন মন লেবুর টাকায় পাওয়া যাচ্ছে এক কেজি মাংস

// চাটমোহর (পাবনা) প্রতিনিধি
লেবুর অপ্রত্যাশিত দর পতনে হতাশ হয়ে পরছেন পাবনার চাটমোহরের লেবু চাষীরা। চাটমোহর থানা বাজার এলাকায় অবস্থিত আড়ত গুলোতে চার থেকে আট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লেবু। সে হিসেবে এক কেজি গরুর মাংস কিনতে কৃষককে গুনতে হচ্ছে সাড়ে তিন মন লেবু বিক্রির টাকা।
উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি গ্রামের লেবু চাষী গোলাম মোস্তফা চাঁদ জানান, এক সময় চাটমোহরে কেবল দেশি লেবু চাষ হলেও গত কয়েক বছর যাবত চায়না, থাইসহ অন্যান্য জাতের লেবু চাষ হচ্ছে। বর্তমানে দুইশ টাকা মন দরে লেবু বিক্রি করছেন তিনি। ধানকুনিয়া গ্রামের সবজি বিক্রেতা মোখলেছ জানান, চাটমোহরের পাইকারী বাজারে চায়না লেবু চার থেকে পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। থানা বাজার এলাকার লেবু ব্যবসায়ী বাবুল হোসেন জানান, বাজারে সরবরাহ বেশি হওয়ায় লেবুর দাম একেবারেই কমে গেছে। দুই তিন মাস আগে প্রতি কেজি লেবু বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকায়, এখন সেই মানের লেবু চার থেকে আট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।