রওশন আরা শিলা, নওগাঁ প্রতিনিধিঃ- “ ইন্টারনেটে আসক্তির ক্ষতি” প্রতিপাদ্য নিয়ে জেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ,নওগাঁ চত্বরে সোমবার (29 মে) শুরু হয়েছে দুই দিন ব্যাপী 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং 7ম বিজ্ঞান অলিম্পিয়াড-2023। সকাল এগারো টায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ,নওগাঁ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ-5 আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন। মেলায় পঁচিশটি স্টল স্থান পেয়েছে। মেলায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইব্রাহিম, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম বিপিএম,নির্বাহী প্রকৌশলী নেসজে লিঃ তানজিমুল হক,সহকারী কমিশনার( নির্বাহী ম্যাজিষ্টেট) ইকবাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান,নওগাঁ সরকারী কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ শরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নিজাম উদ্দিন জলিল জন বলেন, বিভ্ন্নি স্কুল ও কলেজ পর্যায় এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন তারা এখানে অংশ গ্রহন করেছেন। এর মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের স্কুল বা কলেজে যে সব থিউরি শিখছে সেটার আলোকে অথবা নিজেদের উদ্বাবনীমূলক যেসব চিন্তা চেতনা আছে সেটা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট এখানে নিয়ে এসছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আরো বিজ্ঞান ভিত্তিক বিষয় বস্ত উদ্বাবন করতে সহযোগিতা করবে।বক্তব্য শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগন স্টলগুলো পরির্দশন করেন।#