বিআইএস এর মেধা যাচাই পরীক্ষা-২২ এর ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ বোরহান উদ্দিন (র.) ইসলামি সোসাইটি, বিআইএস, মৌলভীবাজার এর উদ্যোগে জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা-২২ এর ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পৌর জনমিলনায়তনে আজ ২৭ মে সকালে। শেখ বোরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসন-৩৩৬ এর মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক পিন্সিপাল সৈয়দ ফজলুল আলী, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ নওশের আরী খোকন, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, শামীম তরফদার। মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার দীর্ঘদিন ধরে জেলার শিক্ষা ও সমাজ উন্নয়নের কাজ করছে তারই অংশ হিসেবে প্রতি বৎসর জেলার এই সর্ববৃহৎ মেধা সেই পরীক্ষা আয়োজন করা হয়।