// সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়ার মিয়াপুরে রাবেয়া- মুনসুর আলম পিন্চু টেকনিক্যাল স্কুলের ভিত্তিস্থাপন করা হয়েছে। শুক্রবার ২৬ মে সকাল দশটায় নিজস্ব জায়গায় এ স্কুলের ভিত্তি স্থাপন করা হয়। উপজেলারক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিন্চু ও তার স্ত্রীর নামানুসারে এ স্কুল প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানে পিন্চু বলেন, বর্তমান সরকার হাতে কলমে শিক্ষার গুরুত্ব দিচ্ছে। বেকার যুবকরা বিদেশ গেলেও তাদের হাতের কাজ দরকার। তাই এলাকার মানুষ যেন টেকনিক্যাল কাজ শিখে আত্মকর্ম সংস্থান সৃষ্টি করতে পারে। স্কুল স্থাপনে সবার সহযোগিতায় উন্নতি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, আ: মজিদ অব: শিক্ষক, আবু ইউনুস, সন্জু মুন্সি, সচিন মাস্টার, রাজুকুমার, মোসলেম উদ্দিন, আজিত, জুলহাস, আ: হামিদ মোল্লা, আ’লীগ নেতা মজিবর রহমান, মন্জুসহ উক্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।