// কামরুল হাসান টাংগাইল পতিনিধিঃ টাঙ্গাইলে সমবায় মার্কেটের সভাপতি কুদরত-ই-এলাহী খানের দুর্নীতির অভিযোগ এনে সমবায় সুপার মার্কেটের দোকান ফিরে পেতে মানববন্ধন কর্মসূচি ও অবস্থান ধর্মঘট পালন করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার(১৬ মে) দুপুরে নির্মাণাধীন সমবায় মার্কেটের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, ব্যবসায়ী মিজানুর রহমান, দেলোয়ার হোসেন চৌধুরী, বশির আহমেদ প্রমুখ। এসময় সমবায় সুপার মার্কেট সমিতির সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কুদরত-ই-এলাহী দলীয় প্রভাব খাটিয়ে সভাপতি হয়েছেন। তিনি বেশি লাভের আশায় পুরানো ভবন ভেঙে নতুন ভবন করে পূর্বের বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীদের বাদ দিয়ে নতুনদের কাছ থেকে বেশি টাকা নিয়ে দোকান বরাদ্দ দিচ্ছেন। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা হলেও রায় আমাদের পক্ষে রয়েছে। তারপরও স্বঘোষিত সভাপতি কুদরত-ই-এলাহী খান নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।