// ইয়ানূর রহমান : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালককে জুতাপেটা করলেন আরতি রাণী ঘোষ নামের এক আইনজীবী। পথচারীরা ওই আইনজীবীকে থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। রবিবার (০৭ মে) দুপুরে যশোরে আদালতের সামনে এ ঘটনা ঘটে ঘটে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মারধরের শিকার রিকশাচালকের সন্ধান মেলেনি। এ আইনজীবীর দাবি, তিনি সঠিক কাজ করেছেন এবং তিনি গুরুতর জখম হয়ে যশোর সিএমএইচে ভর্তি আছেন।
এদিকে আইনজীবী কর্তৃক রিকশাচালককে মারধরের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি। ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরে আইনজীবী আরতি রাণী ঘোষ রিকশাচালকের কলার ধরে মুখে চড়-থাপ্পড় মারছেন এবং বলছেন, ‘তুই আগে চাবি দে।’ এ সময় রিকশাচালককে জোড় হাত করে বারবার ক্ষমা চাইতে দেখা যায়। তিনি বলছিলেন, ‘আপা আপনার পায়ে ধরছি। ভুল হয়ে গেছে।’ কিন্তু আইনজীবী কোনো কিছুর তোয়াক্কা না করে মারধর করতে করতে রিকশাচালকের লাইসেন্স চান এবং বলেন, ‘দেখ তোর কী করি।’
এ সময় লাল গেঞ্জি পরিহিত এক তরুণ আইনজীবীকে নির্বৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। সেখানে উপস্থিত পথচারীরাও এ ঘটনার প্রতিবাদ করেন। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘আপনি উকিল মানুষ হয়ে তাকে কোন আইনে মারছেন? তাকে ছাড়েন। আপনি তাকে জুতা দিয়ে মেরেছেন। তাকে আইনে সোপর্দ করুন।’ এ সময়
আইনজীবী বলেন, ‘আপনার সাথে কথা বলব না।’
ভিডিওতে আরো দেখা যায়, এ সময় পথচারী এক নারী আইনজীবী আরতি রাণীকে বোঝানোর চেষ্টা করে বলেন, ‘অ্যাক্সিডেন্ট একটা হতে পারে কিন্তু মহিলা মানুষ হয়ে একজন পুরুষের গায়ে হাত দেওয়া এগুলো আপনার উচিত হয়নি।’ এ সময় আইনজীবী আরতি ছাতা মাথায় দিতে দিতে বলেন, ‘আমি কি আপনার কাছে জবাবদিহি করব?’
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আইনজীবী আরতি রাণী ঘোষকে নির্বৃত্ত করার চেষ্টাকারী লাল গেঞ্জি পরিহিত ওই যুবকের নাম মীর রবিউল ইসলাম রবি। ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘ওই আইনজীবী রাস্তার দুইপাশে না দেখে একপাশে তাকিয়ে
রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সড়কে চলমান রিকশায় ধাক্কা লেগে তিনি পড়ে যান।
এরপর আমি গিয়ে তাকে রাস্তা থেকে তুলি। রিকশাচালক রিকশা থামিয়ে তার কাছে ক্ষমা চাইতে এলে ওই আইনজীবী তাকে জুতাপেটা করেন। ঠেকাতে গিয়ে আমার ঘাড়েও জুতার বাড়ি লেগেছে। পরে একজন ভিডিও করার সময় তিনি জুতা বাদ দিয়ে হাত দিয়ে মারধর করতে থাকেন।’
এ ব্যাপারে আরতি রাণী ঘোষ সাংবাদিকদের জানান, তিনি কোর্ট শেষ করে বারে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এরপর তিনি তাকে মারপিট করেন। মারধর করা ঠিক হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওকে কি পুজো করব?’
এ ব্যাপারে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইসহক বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা আইনজীবী আরতি রাণী ঘোষের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’ আইনজীবীদের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন।