গোতামারী ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডে চেয়ারম্যান মোনা

লালমনিরহাট প্রতিনিধি।

ইউনিয়ন ও ইউনিয়নবাসির উন্নয়ন নিয়ে কাজ করে চলছেন  লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার ৯ নং গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি পরিষদের দায়িত্ব নেন। তিনি একজন উচ্চশিক্ষিত ও ধুমপানমুক্ত তরুন ব্যক্তি। পরিষদের দায়িত্ব বুঝিয়ে নিয়েই মাদক ও চোরাচালানিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান । রুখে দাঁড়ান বাল্যবিয়ে ও নারী নির্যাতনের বিরুদ্ধে। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নিয়ে মাদক আর চোরাচালানের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। তিনি বলেন, নেশা আর মাদক কি জিনিষ তা আমি জানিনা। আমার দায়িত্বকালে এসব শুণ্যের কোটায় নেমে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া আমার এই ইউনিয়নে কোন ইউনিয়নবাসির বাড়িঘড় ও একটি গরু ছাগলও চুরি না যায় সে জন্য প্রতিটি ওয়ার্ডে গ্রাম পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হযেছে। ফলে তারা সে মোতাবেক দায়িত্ব পালন করে চলছে।চোরাচালানিদের বিরুদ্ধেও একই ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া বিধুবা ভাতা,বয়স্ক ভাতা অসহায় ব্যক্তিসহ নিম্ন আয়ের পরিবাররা যাতে কোন সৃবিধা থেকে বঞ্চিত না সেজন্য তাদেরকে কার্ডের মাধ্যমে সরকারী ভাবে সুবিধা পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পর এসব কাজ ছাড়াও মসজিদ,মাদ্রাসা মন্দিরসহ গ্রামীণ অবকাঠামো রাস্তা-ঘাট, ব্রীজ ইত্যাদির কাজ নির্মাণ ও মেরামতের জন্য সরকারী দপ্তরে ছুটছেন। ইতিমধ্যে অনেক কযেকটি কাজ তিনি করে দিয়েছেন। তার ইউনিয়ন পরিষদের পাশ্বে বাবার দেয়া কয়েক বিঘা জুড়ে জমিতে একটি দাখিল মাদ্রাসা করে দিয়েছেন। সেখানে প্রায় হাজার হাজার শিক্ষার্থী আরবি – বাংলা শিক্ষা অর্জন করে চলছেন। সেখানে একটি চারতলা ভবন সরকারী ভাবে নির্মিত হয়েছে। এসব অবদান তার বাবারসহ তাঁর রযেছে।

এব্যাপারে গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, পরিষদের নির্বাচনে ইউনিয়নবাসি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করায় আমি সমস্ত ইউনিয়নবাসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমাকে ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করিয়েছেন তেমন আমিও আমার সর্বত্র চেষ্ঠা দিয়ে ইউনিয়নবাসির জন্য কাজ করে যাব এটাই আমার প্রত্যাশা।