সুন্দরগঞ্জে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগ 

// হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ার মাস ব্যাপি কর্মসূচি নিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনানের নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক খালিদ উর রহমান বাদলের নেতৃত্বে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের সাথে নিয়ে মাথায় গামছা বেধে মুজিবের গান গেয়ে দলবদ্ধ হয়ে রামজীবন ইউনিয়নের এক দরিদ্র কৃষকের ২৭ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

ছাত্রলীগ নেতা খালিদ উর রহমান বাদল বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলার দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দেয়ার কাজ শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত মাঠে ধান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকব। কোনো কৃষকের ধান যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে আমরা কাজ চালিয়ে যাবো। বঙ্গবন্ধুর সৈনিক ছাত্রলীগ একজন কৃষকের ধান নষ্ট হতে দেবে না।