// বগুড়া প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) বগুড়ার উদ্যোগে তিন ধাপে ৫ শতাধিক মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় উপহারস্বরুপ ঈদ সামগ্রী বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে শহরের ঠনঠনিয়ায় সংস্থার কার্যালয়ে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পিডিপি বগুড়ার নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সকলের হাতে ঈদ সামগ্রী তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার পিপিএম। এসময় জেলা পুলিশের পক্ষে স্নিগ্ধ আখতার সকলের সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, প্রতিটি ধর্মই মানুষকে মানবিকতা ও ত্যাগের শিক্ষা দেয়। যেকোন উৎসব আনন্দে আমাদের সবার উচিত একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়া। তাইতো ঈদের আগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে হাসি ফোঁটাতে পিডিপির মতোই তিনি সমাজের অন্যান্য এনজিও ও সামর্থ্যবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশ পরিবার সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে তাই ধর্মীয় ভাবাগাম্ভীর্য্যের মধ্যে উৎসবমুখরভাবে বগুড়ায় সাধারণ মানুষ ঈদ পালন করতে পারবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন এই কর্মকর্তা।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উত্তরা ফার্মস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক আবু মোত্তালিব মানিক এবং সাংবাদিক ও যুব সংগঠক সঞ্জু রায়। সামগ্রী হিসেবে সংস্থার পক্ষে প্রত্যেককে লাচ্ছা, সেমাই, চিনি, গুঁড়া দুধ, বাদাম, কিছমিছ ইত্যাদি বিতরণ করা হয়। আগামীতেও মানবিক এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংস্থার সংশ্লিষ্টরা।