// সঞ্জু রায়, বগুড়া: নতুন দিনের নতুন আলোর নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি, এই শ্লোগানে বগুড়ায় মঙ্গলশোভাযাত্রা করেছে সর্বস্তরের মানুষ। বঙ্গাব্দ ১৪৩০ এর পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা প্রশাসনের বটতলা চত্বর থেকে এই শোভাযাত্রা বের হয়।
এর আগে সকাল ৯টার দিকে বটতলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের সূচনা করা হয়।
অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উৎসব এই বাংলা বর্ষবরণ। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। বগুড়ার বাসিন্দারা মঙ্গলশোভাযাত্রায় বাঘ, সিংহ, সাপ, হাতপাখা, একতারার ফেস্টুন নিয়ে অংশ নেন। তরুণীরা নববর্ষের সাজে ফুল, কুলা নিয়ে নেমে পড়ে রাস্তায়।
শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা সিভিল সার্জন ডা. মো. শফিউল আজম, স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার, (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রশিদ, মো. মোতাহার হাসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে বগুড়ার অধ্যক্ষ সুশান্ত কুমার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে সকাল সোয়া ১০ টার দিকে বগুড়া শহীদ খোকন পার্কে দুই দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া সিভিল সার্জন ডা. মো. শফিউল আজম, জেলার সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার রুহুল আমিন বাবলু।