পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের অঙ্গহানির চেষ্টা ঃ আদালতে মামলা

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের অলহা গ্রামে পারিবারিক ঝগড়া-কে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে মতিলাল দাস @ কৃঞ্চ দাস (৫২) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একই গ্রামের মৃত ঃ রাকেশ দাস এর পুত্র অর্জুন দাস (৪৫), অরুন দাস (৫০), মৃত ঃ রাধা মোহন দাস @ নিপেন্দ্র এর পুত্র পিন্টু দাস (৪০), মৃতঃ অমূল্য দাস এর পুত্র কানু দাস (৫০), মৃত ঃ রাধা মোহন দাস @ নিপেন্দ্র এর পুত্র নিবারণ দাস (৪৫) ও অতুল দাস এর পুত্র অমিত দাস (২১)-কে আসামী করে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (সিআর-১৮৭/২৩, (সদর) দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মৌলভীবাজার মডেল থানা-কে উক্ত মামলাটি এফআইআর হিসাবে গন্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেছেন। মামলা সুত্রে জানা গেছে- গত ৭ এপ্রিল দুপুরে পুকুরে পানি সেচের জন্য মেশিনের পাইপ লাগাইলে অর্জুন দাসগংরা দলবন্ধভাবে প্রাণে হত্যার উদ্যোশে মতিলাল দাস @ কৃঞ্চ দাস (৫২) এর উপর হামলা চালায়। এ সময় এজাহারে উল্লেখিত ৩নং আসামী, অলহা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক পিন্টু দাস এর হাতে থাকা দা দিয়ে মতিলাল দাস @ কৃঞ্চ দাস এর মাথা লক্ষ্য করিয়া ছেদ মারিলে উক্ত ছেদ লক্ষ্যভ্রষ্ট হয়ে নাকের উপরিভাগে পড়িয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। এ সময় তাকে রক্ষা করতে আসা অন্যান্য লোকজনও আহত হন। হাল্লা চিৎকার শুনে স্থানীয় লোকজন গুরুতর আহত মতিলাল দাস @ কৃঞ্চ দাস (৫২)-কে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি (রেজি নং- ২৩৫৩৭) করেন।